সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে পুলিশের অভিযানে ১ টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার সহ তিন জনকে আটক করেছে পুলিশ। পৃথক অভিযানে ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক
আসামীকে গ্রেফতার করা হয়েছে। আরেকটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ১ আসামী সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এসব আসামীদের গ্রেফতার করা হয়। দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাও পশ্চিম পাড়া গ্রামের ছবির আহমদের বসতবাড়ি থেকে চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে। গাড়ির মুল্য অনুমান ৪ লক্ষ টাকা। আটক এসএমপির এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকার কয়েছ মিয়ার পুত্র আবু বক্কর সিদ্দিক (৩২), ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ জমশেদ আলীর পুত্র মোঃ রাসেল মিয়া (৪০), মৃত তাহের আলীর পুত্র আখতার হোসেন (৩৫)এর হেফাজতে থাকা চোরাই সিএনজি গাড়ি উদ্ধার ও তাদের আটক করা হয়। ছাতক থানার এ এস আই আব্দুর রাহিম, এ এস আই শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে অভিযান চালিয় ৩ জনকে আটক চোরাই সিএনজি গাড়ি উদ্ধার করেন। থানা পুলিশের পৃথক অভিযান পরিচালনা করে রাতে এএসআই মোঃ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে জি আর মামলা নং- ৩২/১১(ছাতক)সহ একটি মামলায় সাজাপ্রাপ্ত ও ৩ টি মামলায় পলাতক তেরাব আলী (৩৪)কে গ্রেফতার করেছেন। সে উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামের মৃত তাহির আলীর পুত্র। অপরদিকে রাতে ছাতক থানার এ এস আই মোঃ তোলা মিয়া এক অভিযান চালিয়ে জি আর মামলা নং- ৩৫২/২৩ (ছাতক) মামলার আসামী পংকু রঞ্জন সরকার (৪০)কে গ্রেফতার করা হয়। পংকু রঞ্জন সরকার বর্তমানে শহরের মধ্য বাজার এলাকার বাসিন্দা মৃত প্রমোদ রঞ্জন সরকারের পুত্র। তাদের গ্রামের বাড়ি বিশ্বম্ভপুর উপজেলার নয়া বারুনকা গ্রামে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।