শিরোনাম
এবার চাঁদাদাবির ঘটনায় ফুকন ডা কা তে র বিরুদ্ধে অভিযোগ দায়ের নৌ-পুলিশের অভিযানে নৌকা ও চোরাই পাথরসহ আটক ২ মানিকগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দক্ষিণ সুরমায় আব্দুল আহাদ খান জামাল দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি”র যৌথ অভিযানে চৌদ্দলাখ ৭০ টাকার অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক সিংগাইরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। কর্মসূচি পালন করেন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত।
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে নালুয়া চা বাগানে অনুষ্ঠিত হলো আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সম্মেলন।

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চুনারুঘাট  প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান আড়ংবিল ফুটবল মাঠ ( ২০ শে এপ্রিল)  রবিবার সকল ১১ ঘটিকার সময়  জাতীয় পকাকা উত্তোলন ও শ্রীমদভগবত গীতা পাঠ এর মাধ্যমে  “আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আঞ্চলিক রং সভা ২০২৫ ইং অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানটি ২ ভাগে ভাগ করা হয়েছিলো।

প্রথম অধিবেশনে দিলু মুন্ডার সভাপতিত্ব এবং সবুজ মুন্ডা ও সুরেন মুন্ডার সঞ্চালনায় মুন্ডাদের  নিজ সমাজের ভাষা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে নিজেস্ব ভাষায় সমাজিক  আলোচনা সভা অনুষ্টিত হয় ।  তুলে ধরা হয়েছিলো মুন্ডা সমাজের বিভিন্ন সমাজিক সংশোধনীয় আর কিছু নতুন সংস্কার । উক্ত অনুষ্টানে ১২ বিশিষ্ট একটি মুরব্বীদের কমিটি গঠন করা হয়।  আঞ্চলিক বৃহত্তর সিলেটের মুরব্বীদের নির্বাচনে  মাধ্যমে  বিজয় মুন্ডাকে এলাকায় মুরব্বীর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।  প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রধান করেন নালুয়া চা বাগানের বাগান ব্যবস্থাপক সাহেব – ইখতিয়ার এনাম চৌধুরী,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের  মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের  সভাপতি – স্মারণ মুন্ডা,  সেক্রেটারি – লক্ষণ মুন্ডা,  সহকারী ব্যবস্থাপক সাহেব – সাব্বির আহমেদ,  কানাইলাল মুন্ডা,  উদয় মুন্ডা,  বিজয় মুন্ডা,  বিপন মুন্ডা,  শাওন মুন্ডা,  আকাশ মুন্ডা প্রমূখ।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে মুরব্বী প্রধান বিজয় মুন্ডার সভাপতিত্বে এবং মনি মুন্ডা ও বিরেন্দ্র মুন্ডার উপস্থাপনায় শুরু হয় অনুষ্টানের ২য় অধিবেশন ।  বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের গড়ে উঠার পেছুনের কষ্টদায়ক ঘটনাগুলো উপস্থিত সকলের হৃদয়ে বিধস্ত করেছে।  এসময় উপস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  – কৃষ্ণা মুন্ডা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের – মনি মুন্ডা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের – স্বপ্না  মুন্ডা, এশিয়া ইউনিভার্সিটি ফর উইমেনের – মনি মুন্ডা পূর্ণিমা, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের –  মাখন মুন্ডা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির – দিপক মুন্ডা  উনাদের ৮ জনের  মাঝে বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান  করা হয়।

এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন – ২ নং আহম্মাদাবাদ ইউনিয়ের চেয়ারম্যান – জাকির হোসেন পলাশ,  আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক – রামেশ্বর ভূমিজ,  উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক – স্বপন মুন্ডা,  মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও সেক্রেটারি – স্মারণ মুন্ডা ও লক্ষণ মুন্ডা,  ইউনিয়নের ওয়ার্ড মেম্বার – রতন মুন্ডা ও আব্বাস উদ্দিন,  নালুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক – হরেন্দ্র উরাং, সমাকান্ত মুন্ডা,  বিপন মুন্ডা  প্রমূখ।

সন্ধ্যা ৬ টায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় এসময় ১৩ টি নৃত্যৎ দল অংশগ্রহণ করে।  রাত ৮ টায় নালুয়া মুন্ডা সম্মেলনের সমাপ্ত ঘোষনা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ