শিরোনাম
ছাতকে ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেফতার  মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক”অমল”গ্রেফতার শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে এস আই রাকিবের তত্বাবধানে বেপরোয়া চোরাচালান বানিজ্য একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে সিলেটে পরিবেশগত কারণে কোয়ারির ইজারা স্থগিত দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার  সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরু আটক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন বিয়ানীবাজারে প্রতিবেশীর হামলায় একজন নিহত, আটক ১ সুনামগঞ্জের হাওর ও নদীগুলো খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুর হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সিলেট প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং-ফতেপুর ইউনিয়নের হেমু ভাটপাড়া ফুটবল ক্লাবের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার হেমু করিছের পুল সংলগ্ন মাঠে বিকেল সাড়ে ৩টায় এই খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও লন্ডন প্রবাসী শেখ আব্দুল খালিকের সভাপতিত্বে ও ছাত্র নেতা সুলতান ও শামীম আহমদ’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিষ্ট কমিশনের সভাপতি ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার সিলেটের সিনিয়র সাংবাদিক ফয়সল আহমদ বাবলু।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদন দেয়না, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আজকের তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও শৃংখলা ফিরিয়ে এনে ভবিষ্যৎ জীবনের সফলতার দিকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা আমাদের ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে। তিনি প্রয়াত সাবেক বিএনপি নেতা ও অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমী। এই ঐতিহ্যপুর্ন মাঠে তার অতীত ইতিহাস জড়িত। এসময় তিনি বলেন, তরুণদের খেলায় সম্পৃক্ত রেখে দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে হবে। তাই খেলাধুলার কোন বিকল্প নেই।

অনুষ্ঠিত মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইংরেজী জাতীয় দৈনিক দ্য ডেইলিমর্নিংগ্লোরি ও দ্য ডেইলিমর্নিংসান পত্রিকার সিলেটের সিনিয়র সাংবাদিক অরুন সরকার, জাতীয়তাবাদী প্রবাসী অনলাইন পরিষদের উপদেষ্টা আলহাজ্ব ফখরুল ইসলাম, জামায়াত ইসলামী বাংলাদেশ ৫নং ফতেপুর ইউপি শাখার আমির হাফিজ কামরুল ইসলাম বাবর, জৈন্তাপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের কুয়েত শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, হেমু ভাটপাড়া ক্লাবের টিম ব্যবস্থাপক মোঃ জাকারিয়া আহমেদ লাদেন, মোঃ রুহুল খান, দ্য জৈন্তা ফুটবল একাডেমি কোচ এনাম আহমদ, টিম ম্যানেজার আব্দুল কাইয়ুম, মা এন্ড সন্সের সত্তাধিকারী শামীম আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোস্তফা কামাল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির আহমদ, ক্রীড়া প্রেমী মোঃ বদরুল ইসলাম, মোঃ লিটন আহমদ, মোঃ রফিক আহমদ, মোঃ আব্দুল হান্নান, মোঃ কালাই মিয়া, মোঃ নিজাম উদ্দিনসহ আরও অনেকে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াছ।

প্রীতি ফুটবল ম্যাচে ধানসিঁড়ি ফুটবল ক্লাব ভাটপাড়া মুখোমুখি হয় দ্য জৈন্তা ফুটবল একাডেমির। এসময় ২-০ গোলে পরাজয় বরণ করে ধানসিঁড়ি ফুটবল ক্লাব ভাটপাড়া।

খেলা পরিচালনায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, সাবেক ফুটবলার মোঃ বশির উদ্দিন ও সহকারী হিসেবে ছিলেন সাবেক ফুটবলার মাহফুজ আহমেদ এবং কাওসার আহমেদ।খেলা শেষে প্রধান অতিথি দ্য জৈন্তা ফুটবল একাডেমি খেলোয়াড়দের হাতে বিজয়ী পুরস্কার তুলে দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ