শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বর্ণিল আয়োজনে সিলেট নববর্ষ ১৪৩২ উৎদযাপিত

স্টাফ রিপোর্টার / ১৩০ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে পুরোনোকে পেছনে ফেলে সিলেটে আজ সোমবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা শেষে ব্লু- বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নগরের শাহী ঈদগাহে বৈশাথী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ বরণে সারা দেশের মতো সিলেটেও সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্জ্বলন, একক ও সমবেত পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সংগীত, রং তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলাসহ আয়োজন করে বর্ষবরণের নানান অনুষ্ঠান।

প্রতি বারের মত শ্রুতি সিলেট সোমবার সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত কীন ব্রীজ সংলগ্ন সুরমা নদীর পাড়ে সারদা হল প্রাঙ্গণে আয়োজন করেছে বর্ষবরণ উৎসব ১৪৩২ বাংলা। রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ এর আয়োজনে নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসব শুরু হয় সকাল ৭.৩০ টায়। দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশগ্রহণ করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান বাংলাদেশ, সিলেট ললিত কলা একাডেমি, দ্বৈতস্বর, নৃত্যশৈ।

নববর্ষ বরণে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগেও আয়োজন করে অনুষ্ঠানমালা। পহেলা বৈশাখে নগরের ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে। বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ