নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জাফল জিরো পয়েন্ট ঈদের দিনে পানিতে ডুবে মো. নয়ন মিয়া (১৩) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মার্চ )বিকেলে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নয়ন মিয়া (১৩) সিলেটের সুবিদবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন নয়ন মিয়া তার ১৩ জন বন্ধুকে নিয়ে একটি পিকআপ ভ্যানে করে দুপুরের দিকে জাফলং বেড়াতে আসেন। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে গোসল করতে নামেন।
গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যান। এরপর তার বন্ধুরা ও স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপি উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।