হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ৫০কেজি গাঁজাসহ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ রবিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার(২৯মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি কে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি হলো উপজেলার গন্ধবপুর গ্রামের আব্দুল জাহেরের ছেলে মো: আনোয়ার হোসেন ননাই (৩২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ কৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এর সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব -৯ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন জানান, র্যাব বাদী হয়ে গ্রেপ্তারকৃত ননাইয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। র্যাবের মামলায় তাকে রবিবার দুপুরে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।