ডেস্ক রিপোর্ট:
এমপি শাহপরাণ (রঃ) থানার সাইবার নিরাপত্তা আইনের মামলায় তাজুল ইসলাম তাজকে বুধবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলায় আসামী হাবিবুর রহমান আসুক, কামরুল ইসলাম জনি, রায়হান হোসেন মুন্না, সাইদুর রহমান ও আবুল হোসেন এখনও পলাতক। বাকি আসামীরা জামিনে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ মার্চ বাদীর বোন শেখ নাজমা বেগম এবং লন্ডন প্রবাসী বাদীর ভাই আব্দুুস সামাদ ও বাংলাদেশে অবস্থানরত বাদীর আরেক ভাই মোঃ কামাল উদ্দিনসহ অসংখ্য আত্বীয় স্বজন বাদীকে ফোন করে জানায় যে, আসামী হাবিবুর রহমান আসুক তার নিজ নামীয় ফেইসবুক আইডি ও তার ছন্ম নামীয় ফেইসবুক আইডি জলন্ত বারুত।
আইডিতে ২০২২ সালের ১১ মার্চ বিকেল সাড়ে ৪টায় বাদীর সম্পর্কে খারাপ কুরুচিপূর্ণ অশ্লীল ছবি শেয়ার এবং পোস্ট করে সবাইকে শেয়ার করতে জানায়।
ইহা ছাড়াও হাবিবুর রহমান আশুক তার ফেইসবুক আইডিতে বাদীর মা-বাবা, ভাই বোন এবং বাদীর ছবি আপলোড করে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভিন্ন ফেইসবুক আইডিতে শেয়ার ও পোস্ট করে। এ ঘটনায় ছালমা বেগম বাদী হয়ে ২০২২ সালের ৩০ মার্চ ৯ জনকে আসামী করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, মামলাটি তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রেকর্ড করা হয় শাহপরাণ থানার এফআই আর নং ৩৫/৮৯, শাহপরাণ জি আর ৮৯/২২ এবং সাইবার মামলা নং-২৩/২৪। গত ৮ জানুয়ারী পলাতক আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।