শিরোনাম
সুনামগঞ্জের মধ্যনগরে বিজিবি”র যৌথ অভিযানে চৌদ্দলাখ ৭০ টাকার অবৈধ ভারতীয় ব্লেজারের কাপড় আটক সিংগাইরে আইনগত সহায়তা বিষয়ক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত। সামনের দিনে দেশ আরো অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে – ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিক জাহিদুল ইসলাম অনিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি -বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখা। সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল সার কারখানার শ্রমিক-কর্মচারীরা। কর্মসূচি পালন করেন বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত। কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট- । তামাবিল স্থলবন্দর ও কাষ্টমসের অনিয়ম এখন নিয়ম! মানিকগঞ্জে পদ্মার চড়ে ভূমি দস্যুর দাপট — ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার।
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন

নদীর বালু তোলা নিয়ে তাহিরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ!

স্টাফ রিপোর্টার / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মাসুম মিয়া (১৮) ও ধুতমা গ্রামের মিরু মিয়া (৩৫) স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাহিরপুর সদর বাজার থেকে ধুতমা গ্রামের নিচ দিয়ে নদী পার হয়ে বাড়ি যেতে সহজ হয়। মাসখানেক আগ থেকে ধুতমা গ্রামের লোকজন লক্ষ্মীপুর গ্রামের লোকজনদের তাদের গ্রামের নিচ দিয়ে পার হতে নিষেধ করে দেয়। এতে লক্ষ্মীপুর গ্রামের লোকজন বাধ্য হয়ে পার্শ্ববর্তী বীরনগর গ্রাম হয়ে নদী পার হয়ে বাড়ি যায়।

 

সম্প্রতি ধুতমা গ্রামের মানুষ বাড়ি বাঁধ দিতে নদী পার হয়ে লক্ষ্মীপুর গ্রামের পাড় থেকে নদীর বালু আনতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাধা দেয়। ফলে একপর্যায়ে শুক্রবার সকালে দুই গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে নদীর দুইপাড়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মাসুম মিয়া ও মিরু মিয়াসহ পাঁচ আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ