মো: সোহেব আহমদ:
সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী পাতন গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং হযরত আব্দুর রহমান পেঁড়া শাহ (রহঃ)ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে পাতন গ্রামের অসহায় পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে।পাতন গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হেজাজুর রহমান মজনু সাহেবের সভাপতিত্বে এবং জাতীয় সংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি জনাব আজিজুর রহমান জয়নাল সাহেবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাতন গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব আমির হোসেন হীরা, ময়নুল ইসলাম,হাজি ফয়ছু মিয়া,কবি ও সাহিত্যিক ওয়ালী মাহমুদ, সেলিম উদ্দিন,জসিম উদ্দিন। আব্দুর রহমান পেঁড়া শাহ (রহঃ) ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জালাল আহমদ,সুমন আহমদ,কবির উদ্দিন,সাব্বির আহমদ,জাহাঙ্গীর আলম মুক্তা,আলী হোসেন মুন্না, মাসুদ রানা শিমুল,জাবেদ হোসেন মুন্না, নজমুল ইসলাম,নাবিল আশরাফ,ছাবির আহমদ প্রমুখ।