শিরোনাম
সাম্য হত্যাকারীদের বিচারের দাবিতে  নলছিটিতে মানববন্ধন  আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সালথা উপজেলা কমিটির অনুমোদন  শেরপুরের উন্নয়নের দাবিতে মানববন্ধন  লালমনিরহাটে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাছ পালা সহ অসংখ্য ঘর বাড়ী  ছাতকের হাসনাবাদ মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নির্বাহী সভা অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র‍্যাকের স্বাস্থ্য বিষয়ক সভা   শেরপুর নালিতাবাড়ী চৌকিদার টিলা সীমান্তে থেকে ৪০ লক্ষ টাকার মালামাল জব্দ  ছাতকে সরকারি টিলার দখল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন মুক্তিযোদ্ধা কমান্ডার    বাগেরহাটে সড়ক ও জনপথ নিয়ন্ত্রিত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু আদালতের রায়ে সাড়ে তিন বছর পর চেয়ারম্যান নির্বাচিত জামায়াত নেতা সাইয়েদ।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

কামাল বাজারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এর ঈদ সামগ্রী বিতরনণ 

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার:

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কে আর জসিম বলেছেন, ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এখন আগামীর বাংলাদেশ গড়ে উঠবে দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে। এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি জোড়ালো আহ্বান জানান। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে দেশের জনগণ অশান্তিতে ছিলেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জনগণ শান্তিতে বসবাসের পাশাপাশি জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

 

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পতনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা দেশ-বিদেশ থেকে ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি আলহাজ্ব এম এ মালিক। ভারতে পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা এখন বাংলাদেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্রে লিপ্ত। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করেছেন। এখন তার নির্দেশে তারই দোসররা দেশের শান্তি নষ্টের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে প্রতিহত করবে।

তিনি বলেন,

সোমবার (২৪ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান এর নির্দেশনায়, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি হাজী সাহাব উদ্দীন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, যুক্তরাজ্য বিএনপি নেতা লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ আহমদ, বিএনপি নেতা গোলজার আলী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ