চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে ভুট্টা চাষে সাফল্য পেয়েছেন চুনারুঘাটের কৃষক নুরুল হক। চুনারুঘাট উপজেলার আসলা গ্রামে দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহিদুল ইসলাম জানান, নুরুল হক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ভূট্টা প্রদর্শনী বাস্তবায়ন করছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভুট্টা চাষ করে ভালো ফলন পেয়েছেন।
নুরুল হক জানান, আগে তিনি সনাতন পদ্ধতিতে ভুট্টা চাষ করতেন। এতে ফলন কম হতো এবং খরচ বেশি হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। এই পদ্ধতিতে বীজ বপন, সার প্রয়োগ এবং সেচ দেওয়ার আধুনিক কৌশল ব্যবহার করা হয়েছে। ফলে ফলন বেড়েছে এবং খরচ কমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, চুনারুঘাট যেহেতু রবি মৌসুমে খরা প্রবণ উপজেলা তাই ভূট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় সেচ কম লাগে ফলে খরা বেশি থাকলেও ফলনের তেমন তারতম্য হয় না। নুরুল হকের সাফল্য অন্যান্য কৃষকদেরও আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে উৎসাহিত করবে। ভূট্টা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও বেশি লাভবান হতে পারবেন। নুরুল হকের সাফল্য এলাকার অন্যান্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা। তারা এখন আধুনিক পদ্ধতিতে ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।