সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিব মিয়া গ্রেফতার হয়েছে। তিনি উপজেলার তাহিরপুর থানাধীন দিঘিরপাড় গ্রামের বাসিন্দা।
গত বৃহস্পতিবার দিবাগত রাত (২১ মার্চ) ২টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে হাবিব মিয়াকে তার নিজ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাবিব মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া সিআর (নারী শিশু)-২৭/১৯ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
এই অভিযানে তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম, এসআই শরীফুল, এসআই আমীর উদ্দিন এবং এএসআই জিয়াউর রহমান-১সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।