শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

ইবনেসিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয়বাংলা’ ‘জয়বঙ্গবন্ধু’শ্লোগান প্রদর্শিত! 

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা সোবহানীঘাট ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা শ্লোগান। বুধবার রাত ১টার দিকে সোবহানীঘাট এলাকার ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বোর্ডে এ লেখা ভেসে ওঠে বলে জানিয়েছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার গভীর রাতে ডিজিটাল সাইনবোর্ডটিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান তারা। বেশ কয়েক মিনিট এই স্লোগানটি প্রদর্শিত হলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন।

এমন ঘটনার বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল বোর্ডটির বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেন।পরে রুকনুল ইসলাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নবনির্মিত ওভারব্রিজে স্থাপিত এলইডি বোর্ডে হাসপাতালের নীতি ও মূল্যবোধের পরিপন্থী একটি বিতর্কিত রাজনৈতিক শ্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে সিলেট ইবনে সিনা হাসপাতালের পরিচালক ডা. মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

রুকনুল ইসলাম চৌধুরী আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করতে চায় যে, এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ