শিরোনাম
গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ সুনামগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন টিমের উদ্যোগে শ্মশান ঘাটে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও ডাস্টবিন স্হাপন গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ মার্স ন্যাশনাল টেকনিক্যাল ইন্সটিটিউট এর ড্রাইভিং লেভেল- ৩ কোর্সের চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত। আগামী নির্বচনের জন্য বিএনপি প্রস্তুত – নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে- আফরোজা খানম রিতা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজান চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে খাবার বিতরণ কর্মসূচি ওয়েলসের স্নোডন পর্বত আরোহন করে চ্যারিটি ফান্ডরেইজিংয়ে অংশ নিলেন সুনামগঞ্জের সন্তান ইজ্জাদুর ছাতকে দৈনিক ইবি নিউজ পত্রিকার বর্ষপূর্তি পালন ছাতকের ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেফতার ৩
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি আহত

স্টাফ রিপোর্টার / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারত সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি চোরাকারবারী আহত হয়েছে। বুধবার বিকেলে বিছনাকান্দি সীমান্তের মরকি টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পাড় এলাকার জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া (২২) ও তার চাচা আক্তার হোসেন। তারা দু’জন ভারতীয় চিনি চোরাকারবারী সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা শামীম মিয়া জানান, সীমান্তে চিনি আনতে গিয়ে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। তারা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকায় সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের ভেতরে মরকিটিলা এলাকায় ইয়ামিন মিয়া ও আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারী চিনি আনতে যায়। এ সময় চোরাকারবারীরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দু’জন গুলিবিদ্ধ হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের ওপারে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সঙ্গে চোরাচালান লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ