শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সিলেটে চোরাকারবারিদের লাইনম্যান কনস্টেবল জুনাইদ

স্টাফ রিপোর্টার / ১৪৮ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ডেস্ক রিপোর্ট::

সিলেটের চোরাকারবারিদের লাইনম্যান হিসেবে এবার এসএমপি পুলিশের এক কনস্টেবল অবতির্ন হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্টের পর পতিত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যারা চোরাচালান সিন্ডিকেট চালাতেন তারাও এখন অন্তরালে। আর এই সিন্ডিকেটের সেই ফাঁকা জায়গা দখল নিয়েছেন এবার চোরাকারবারিসহ এসএমপির মোগলাবাজার থানা পুলিশের কনস্টেবল মো. জুনাইদ।

কনস্টেবল জুনাইদের ভাষ্যমতে তাকে টাকা দিলে চোরাইপণ্য বিনা বাধায় মোগলাবাজার সড়ক দিয়ে যাবে নির্দিষ্ট গন্তব্যে। চোরাকারবারিদের সাথে কনস্টেবল মো. জুনাইদের হোয়াটসঅ্যাপে এমন কথোপোকথনের রেকর্ড এসেছে গণমাধ্যমের কাছে। তিনি চোরাকারবারিদের সাথে এমন সখ্যতা গড়েছেন, যে মোগলাবাজার থানার ছাদ থেকে ভিডিও ফুটেজ পাঠিয়ে রাস্তা ক্লিয়ার দেখাচ্ছেন তাদের। তিনি দীর্ঘদিন থেকে ওসির নাম ভাঙ্গিয়ে তার এসব কার্যকলাপ চালিয়ে আসছেন।

তার ভাষ্যে চোরাকারবারিদের টাকার এক অংশ দিতে হয় এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানকে।

সিলেটের সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দীর্ঘদিন ধরেই চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে মোগলাবাজার সড়ক। চিনি, কসমেটিকস, মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য চোরাইপথে দেশে নিয়ে আসে চোরাকারবারীরা। চোরাকারবারীদের এসব চালান নির্দিষ্ট গন্তব্যে পৌছার জন্য পুলিশকে বখরা দিলেই নিরাপদে মোগলাবাজার সড়ক হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পৌছে যায়। তবে এ নিয়ে পুলিশের মত ভিন্ন রয়েছে। পুলিশ বলছে তারা সবসময়ই অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের মালামাল আটক করছে।

কনস্টেবল মো. জুনাইদের হোয়াটসঅ্যাপের রেকর্ড গুলোতে বলতে শোনাযায়, ‘প্রতি গাড়ি ৫ হাজার টাকা। এরমধ্যে ওসিকে এক অংশ ও তিন ডিউটি পার্টিকে ৩টি অংশ দিতে হয়’। ‘ভাই আমার ডে ডিউটি চলের আর দুইএকদিনে পরে নাইটে পাইবায়। আর এইযে কালকের ৭টা এরআগের ৬টা টাকা দিয়া ক্লিয়ার করিও। আমার এই নাম্বার বিকাশ আছে। দিয়া ক্লিয়ার করিও। আর এখন জামিল ভাই আছে ডিউটির মাঝে দিয়া ক্লিয়ার করিয় নিও সুন্দর করি’। ‘লাইনেতো আর কোনো সমস্যা নাই। টাকা পয়সার দরকার আছে। শরিলটা বালা নায়, সিরামপুর পয়েন্টে আও’।

বিষয়টি জানতে কনস্টেবল মো. জুনাইদের মুঠোফোনে কল করলে তা ব্যস্ত দেখায়।এ বিষয়ে কিছুই জানেন না এসএমপির মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, তারা সবসময়ই অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের মালামাল আটক করছেন। পুলিশের নাম ভাঙিয়ে যদি এরকম কেউ কোনো কিছু করে তার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ