ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে অবস্থিত জামেয়া মাদানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ৯ বছর বয়সী এক শিশু ছাত্রী ধ’র্ষ’ণে’র শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে, স্থানীয় যুব সমাজ ধ’র্ষ’কের বাড়িতে ভাঙ্গচুর চালায়। এরপর স্থানীয় পুলিশ ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লিখিত অভিযোগ গ্রহণ করেন। অভিযোগকারী ভিক্টিম।উপজেলার জহিরপুর গ্রামের ছানু মিয়ার মেয়ে মোছা: রিয়া বেগম(৯)।ধর্ষক জহিরপুর তোঁতানগরের ছমরু মিয়ার ছেলে সাবুল মিয়া (৩৫)।
এ ঘটনায় এলাকার ছাত্র সমাজ ও সচেতন যুব সমাজ একত্রিত হয়ে বিচার দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। তারা সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার চেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছেন।