প্রেসবিজ্ঞপ্তি:
বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর জামে মসজিদ প্রাঙ্গণে রোববার (৯মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর মনির আলীর ছেলে ফ্রান্স প্রবাসী তারেক হোসেনের উদ্যোগে ও গ্রামবাসীর সহযোগিতা এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর মনির আলী,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি, বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর সভাপতি,সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাংগঠনিক সম্পাদক,বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর আজীবন সদস্য,দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর অর্ডিনারি সদস্য, দর্পণ টেলিভিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন সহ-সভাপতি ও প্রেসক্লাব সদস্য,কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন, এনাম উদ্দিন, রিজওয়ান উদ্দিন, সোহেল আহমদ , বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের সহ-সাগঠনিক সম্পাদক ও দর্পণ টেলিভিশন এর বিয়ানীবাজার প্রতিনিধি নজমুল ইসলাম, জাহাঙ্গীর আহমদ, সাদিক আহমদসহ আরো অনেকে।
গ্রামের সবাই মিলে মাহে রমজানে ইফতার আয়োজনের অনন্য এ উদ্যোগ নেয়া প্রবাসী তারেক আহমদের প্রশংসা করেন ইফতার মাহফিলে অংশ নেয়া বিশিষ্টজনেরা।
নিদনপুর গ্রামবাসী এক সাথে ইফতার করতে পারায় আনন্দের পাশাপাশি সবার সহযোগিতায় এ আয়োজন সুন্দর ও সফল হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।