শিরোনাম
শেরপুর পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর! ফেনীতে দাবিকৃত ঘুষ না পেয়ে হয়রানি করার অভিযোগ ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য প্রমাণ করে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে সরকার: সিপিবি ঢাবি’র প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক মা-বাবার পাশেই শায়িত হলেন  উখিয়ায় রোহিঙ্গার সঙ্গে ইফতারে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব হবিগঞ্জে আছিয়া ধর্ষণের প্রতিবাদে কফিন মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত  বড়লেখায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তরুণী ধর্ষণের শিকার , যুবক গ্রেপ্তা র জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুলের আত্মসমর্পণের ইঙ্গিত 
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

সিলেটে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ৪ এপ্রিল

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

উষা রানী নাথ:

শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবী’ এর বার্ষিক পূজানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজানুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের জৈনপুর, দক্ষিণ সুরমায় অবস্থিত মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে অনুষ্ঠিত হবে।

 

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ এপ্রিল শুক্রবার মহাসপ্তমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ২টায় মাতৃসঙ্গীত পরিবেশনা; পরিবেশনায়-গুরুচণ্ডালী ব্যান্ড, সিলেট।

 

৫ এপ্রিল শনিবার মহাঅষ্টমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১২টায় ‘সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য সতীতীর্থ মহালক্ষ্মী গ্রীবাপীঠ’ শীর্ষক আলোচনাসভা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।

 

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সরকারি বৃন্দাবন কলেজ হবিগঞ্জের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক নৃপেন্দ্র লাল দাস, শ্রীচৈতন্য গবেষণা কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক প্রকৌশলী মনোজ বিকাশ দেব রায়, শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিলেটের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী অ্যাডভোকেট।

 

 

সভাপতিত্ব করবেন পীঠস্থান পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন। দুপুর ২টায় মাতৃসঙ্গীত, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত হরিনাম সংকীর্ত্তন। ৬ এপ্রিল রবিবার মহানবমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ। দুপুর আড়াইটায় পূর্ণাহুতি যজ্ঞ, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাতৃবন্দনা, রামায়ণ কীর্ত্তন ও হরিনাম সংকীর্ত্তন। এদিন দুপুর ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। মহাঅষ্টমী ও মহানবমীতে প্রতিশ্রুত কীর্ত্তনায়াবৃন্দ হলেন- শ্রীযুক্ত মুক্তপদ তালুকদার; সুনামগঞ্জ, শ্রীযুক্ত সৌরভ পুরকায়স্থ শাওন; সিলেট, শ্রীযুক্ত সুমন দাস; সিলেট, শ্রীযুক্ত দ্বীপ চন্দ; সিলেট। ৭ এপ্রিল সোমবার দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।

 

শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবী’র মন্দিরের উন্নয়ন কাজে যে কেউ সহায়তা করতে চাইলে হিসাবের নাম: শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবামহাপীঠ শ্রীহট্ট, চলতি হিসাব নং ৫৬২১০০১০০৫০২৯, সোনালী ব্যাংক, মহাজনপট্টি শাখা, সিলেটে অর্ঘ্য জমা দেওয়া যাবে।

 

বার্ষিক পূজানুষ্ঠানে সর্বস্তরের ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

উল্লেখ্য, সত্য যুগে দক্ষ রাজা কর্তৃক যজ্ঞ অনুষ্ঠানে দেবাদিদেব মহাদেব (জামাতা)-কে আমন্ত্রণ না করায় এবং পতিনিন্দা সহ্য করতে না পারায় দক্ষকন্যা সতীদেবী দেহত্যাগ করলে মহাদেব সেই সংবাদ শুনে মৃত সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয়নৃত্য শুরু করেন। এ অবস্থা ব্রহ্মাদিসহ দেবগণ উপলব্ধি করে সৃষ্টি রক্ষার জন্য শ্রীশ্রী বিষ্ণুর শরণাপন্ন হলে শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্র দ্বারা মহাদেবের কাঁধে থাকা সতীদেহকে একান্নটি খণ্ডে খণ্ডিত করে ভূমিতে পতিত করেন এবং মহাদেবকে ধ্বংসলীলা থেকে নিবৃত করেন। সতীদেবীর একান্নটি দেহখণ্ড ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, তিব্বত ও শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে পতিত হয়। এই একান্নটি দেহখণ্ড যেসব স্থানে পতিত হয় সেইসব স্থান একেকটি পীঠস্থান তথা তীর্থস্থান হিসেবে পরিগণিত হয়ে বিভিন্ন নামে পরিচিতি লাভ করে। সিলেট নগর থেকে ৩ কি.মি. দক্ষিণে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পশ্চিম পাশে জৈনপুর গ্রামে সত্য যুগের সেই দিনে সতীদেবীর একান্নটি দেহখণ্ডের একটি দেহাংশ (গ্রীবা) পতিত হয়েছিল। ফলে উক্ত স্থানটি গ্রীবা মহাপীঠ নামে পরিচিতি লাভ করে। এখানে অধিষ্ঠাত্রী দেবীর নাম ‘শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী’ এবং অনতিদূরে ঈশান কোণে গোটাটিকর গ্রামে ‘সর্বানন্দ ভৈরব’ নামে পীঠরক্ষী মহাদেব শিব অধিষ্ঠিত আছেন। অতি প্রাচীনকাল থেকে নিত্যপূজাসহ প্রতি বছর অশোকাযোগে পীঠস্থানে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ