-মোঃ মাহবুব আলম চৌধুরী জীবন, লেখক, সাংবাদিক, সংগঠক।
আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হবে দিবসটি। নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও একবার মনে করিয়ে দেয় এই স্লোগান।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্য অনুসারে, অগ্রগতির বর্তমান হারে, পূর্ণ লিঙ্গ সমতা অর্জনে সময় লাগবে ২১৫৮ সাল পর্যন্ত, যা এখন থেকে প্রায় পাঁচ প্রজন্ম। ত্বরান্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর দৃষ্টি নিবদ্ধ করে লিঙ্গ সমতা অর্জনের জন্য দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে এ বছরের নারী দিবসে। এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই নারীরা যে বাধা এবং পক্ষপাতের মুখোমুখি হন, তা মোকাবিলায় বর্ধিত গতি এবং জরুরি পদক্ষেপের আহ্বান জানায়।
এই দিনটির শুরু ১৮৫৭ সালের ৮ মার্চ। সে সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকেরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন। আন্দোলন করার অপরাধে সেসময় গ্রেফতার হন বহু নারী। কারাগারে নির্যাতিত হন অনেকেই। তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারীশ্রমিক ইউনিয়ন’। ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন। অবশেষে আদায় করে নেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার। ১৯১০ সালের এই দিনে ডেনমাকের্র কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মানির নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই সারা বিশ্বে দিবসটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। নারী দিবস হচ্ছে সেই দিন, যেই দিন জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেবার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।
নারী নির্যাতন ও লিঙ্গভিত্তিক সহিংসতা এখনো নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গার্হস্থ্য সহিংসতা, যৌন হয়রানি, কর্মস্থলে বৈষম্য এবং মানব পাচারের মতো সমস্যা বিশ্বজুড়ে রয়েছে। অনেক দেশে আইনি ব্যবস্থা থাকলেও, কার্যকর বাস্তবায়ন না থাকার কারণে নারীরা ন্যায়বিচার পায় না। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানো ও পুরুষদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও গুরুত্বপূর্ণ। নারীর স্বাস্থ্যসেবা, বিশেষ করে প্রজনন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যসেবার উন্নতি করতে হবে। অনেক দেশে নারীরা মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হয়, যা মাতৃমৃত্যুর হার বাড়ায়। সুলভ ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে নারীরা আরও সুস্থ ও কর্মক্ষম থাকতে পারবে।
সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন নারীর ক্ষমতায়নের জন্য অপরিহার্য। বহু সংস্কৃতিতে এখনো নারীদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে দেখা হয়। নারীরা যাতে সমান মর্যাদা পায় এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষা ও গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। নারীদের অর্জন ও সক্ষমতাকে প্রচার করা হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং গোটা সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য। যখন নারীরা সমান সুযোগ পায়, তখন পরিবার, সমাজ ও অর্থনীতি লাভবান হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে লিঙ্গসমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার, বেসরকারি সংস্থা, কর্পোরেট প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
আজকের বিশ্বে নারীদের অগ্রগতি স্পষ্ট, কিন্তু এখনো অনেক পথ বাকি। আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ আমাদের মনে করিয়ে দেয়, নারীদের সমানাধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রযুক্তির উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক ন্যায্যতা—সব কিছুতেই নারীদের অবদান অপরিহার্য। সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি উন্নত, প্রগতিশীল ও ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলতে পারব।
নারী দিবসে বিশ্বের সর্বস্তরের নারীদের অবদানকে কুর্নিশ জানাই। জল ছাড়া যেমন জীবন অচল, তেমনই নারী ছাড়া অচল একটা সভ্যতা ও সমাজ। তাই নারীদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চ সারা বিশ্বে এই বিশেষ দিনটি উদযাপিত হয়। আন্তর্জাতিক নারী দিবসে প্রিয় ও পরিচিত নারীদের উপহার দেওয়ার পাশাপাশি তাদের জানাতে পারেন দিনটির শুভেচ্ছা। এতে চলার সূচনাও হবে ইতিবাচকভাবে। সভ্যতার মেরুদণ্ড হল নারী। তাদের অবমাননা হলে সমাজও ধসে যায়। নারীদের অবদানকে তাই নিরন্তর কুর্নিশ। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সর্বস্তরের নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং শুভকামনা।
একটি শিশুকে জন্ম দেওয়া থেকে বড় করে তোলা পর্যন্ত নারীদের অবদান অসীম। এই অবদানের কথাই মনে করিয়ে দেয় নারী দিবসের মতো একটি বিশেষ দিন। যেখানে নারীর সম্মান রয়েছে, সেখানে সমাজসংস্কৃতির উত্থান হবেই। নারীকে যে দেশ, যে সমাজ সম্মান জানায়, সেই দেশ অনেক উন্নতি করে। নারীদের শ্রমই একটি সমাজকে গড়ে তোলে। রান্না করে খাওয়ানো থেকে বিকেলে পড়তে বসানো, মনের সব কথা খুলে বলা থেকে বিপদে পাশে পাওয়া। বারবার নারীরা পাশে এসে দাঁড়ায়, সঙ্গে থাকে। স্নেহ, মায়া, মমতা দিয়ে শিশুদের নয়, একটা সমাজও সভ্যতাকে বড় করে তুলছে নারীরা। তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম। কখনও মায়ের রূপে, কখনও বোন হয়ে, কখনও বন্ধু বা কখনও প্রেয়সী হয়ে বারবার নারীরা জীবন সমৃদ্ধ করে তোলে। বাড়ি আর বাইরের জগতে দুই স্থানেই আজ সমান দক্ষতায় লড়াই করে চলেছে নারীরা। তাদের এই লড়াইকে কুর্নিশ জানাই।
নারীদের স্নেহছায়া আর যত্ন একটি শিশুর বড় হওয়ার জন্য জরুরি। আর শিশুরাই দেশ ও সমাজের ভবিষ্যত। একটি সভ্যতার ভবিষ্যতনির্মাতাদের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সংগ্রামী নারীদের স্যালুট জানাই। নারীদের অনবরত ত্যাগ রয়েছে বলেই আজ সভ্যতা নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। নারীদের এই অবদান কোনওমতেই ভুলে যাওয়ার নয়।
আন্তর্জাতিক নারী দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল থীম “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এর সফলতা কামনা করছি।