শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

রমজানে নিরাপদ খাদ্য বিষয়ে কঠোর অবস্থানে বিএসটিআই মহাপরিচালক 

স্টাফ রিপোর্টার / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ::

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম বলেছেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই। জনগণ যাতে মানসম্মত ও নিরাপদ খাদ্য পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারে সে বিষয়ে বিএসটিআই কঠোর অবস্থানে রয়েছে। আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভাগের সম্মানিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ উপস্থিতি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জামিল চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. মাজাহারুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসটিআই ঢাকার উপপরিচালক (সিএম) মোহাম্মদ আরাফাত হোসেন সরকার।

বিএসটিআই বেসরকারি খাতের সাথে নিবিড়ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বিএসটিআই সব সময় সচেষ্ট থাকে যাতে ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করে ভোক্তাদের সঠিক ও মানসম্পন্ন পণ্য সরবরাহ করতে পারেন।

প্রচলিত জনপ্রিয় ব্রান্ডের পণ্যের আদলে যারা নকল ও ভেজাল জিনিস বাজারজাত করবে তাদের শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা খাদ্যে ভেজাল দেন, ওজনের কারচুপি করে ও মানহীন পণ্য বিক্রি করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। সভায় জনস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন বিভাগীয় কমিশনার।

আলোচনা সভায় সিলেট বিভাগের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে আসা শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ