শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন-

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন-

 

সিলেট বুলেটিন ডেস্ক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নাম ভাঙিয়ে ‘লাইনম্যান’ পরিচয়ে দীর্ঘদিন ধরে বেপরোয়া চাঁদাবাজি ও চোরাচালান সিন্ডিকেট পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কামাল ও আল-আমিন নামের দুই ব্যক্তি, যারা গোয়াইনঘাট–রাধানগর সড়ক ব্যবহার করে প্রতি রাতে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য পাচারে মূল ভূমিকা রাখছে বলে স্থানীয়দের দাবি

 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, কামাল গোয়াইনঘাট থানা পুলিশের এবং আল-আমিন জেলা ডিবি পুলিশের নাম ব্যবহার করে নিজেদের ‘লাইনম্যান’ পরিচয় দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অনুমতি ছাড়া এই রুটে কোনো চোরাই পণ্যবাহী ট্রাক বা ডিআই গাড়ি চলাচল করতে পারে না বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

 

অনুসন্ধানে জানা গেছে, গোয়াইনঘাট–রাধানগর সড়কের একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সিন্ডিকেট নিজেদের নিয়োজিত লোকবল বসিয়েছে। ভারতীয় চিনি, কসমেটিকস, শাড়ি ও অন্যান্য অবৈধ পণ্য বহনকারী প্রতিটি ট্রাক ও গাড়ি থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয়। চাঁদা আদায়ের সময় চালকদের কাছে তারা পুলিশ ও ডিবি কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করার কথা বলে ভয়ভীতি দেখায়।

 

স্থানীয়দের মতে, প্রতিদিন রাতের আঁধারে এই সড়ক দিয়ে শত শত পণ্যবাহী গাড়ি চলাচল করে। এর মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ এবং মাসে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে। ফলে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় বৈধ ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, রাতের বেলায় বেপরোয়া গতিতে চলাচলকারী এসব পণ্যবাহী গাড়ির কারণে গোয়াইনঘাট–রাধানগর সড়ক সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের নাম ব্যবহার করে প্রকাশ্যে চাঁদাবাজি ও চোরাচালান চললেও রহস্যজনক কারণে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পুলিশের কোনো অফিসিয়াল ‘লাইনম্যান’ নেই। পুলিশের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে স্থানীয় জনগণের দাবি, ‘লাইনম্যান’ প্রথার নামে পরিচালিত এই অবৈধ চোরাচালান ও চাঁদাবাজি সিন্ডিকেট দ্রুত ভেঙে দিতে কামাল ও আল-আমিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্ত ক্ষেপ প্রয়োজন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ