গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৩
*সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানা মূলে ০১ জন আসামী এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করিয়া ০৩(তিন)টি ট্রাক ও সর্বমোট অনুমান ৫৪০ ঘনফুট বালু উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার*
জনাব মোহাম্মদ মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানার দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ কবির হোসেন, এসআই(নিরস্ত্র) আনোয়ার হোসেন সঙ্গীয় এসআই(নিঃ) অমিত সিংহ ও কিলো-১০ নৈশ্য ডিউটি, সকলেই গোয়াইনঘাট থানা, সিলেট বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী রুবেল, পিতা-মর্তুজ আলী, সাং-সুলতানপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এবং এসআই(নিঃ)/ অমিত সিংহ, বিপি-৯৩২০২২৬৭৪০ সঙ্গীয় ফোর্স কং/১৩৫১ তাইজুল মন্ডল এবং চেকপোষ্ট-১০ ডিউটিতে ডিউটিরত অফিসার এএসআই(সঃ) সাইফুদ্দিন কং/১৪৪৭ মোঃ মিলন মিয়া, কং/৪১৩ নাজমুল হোসেন, কং/১৪০২ দিপু সরকার, কং/৭৭৩ রাজু লাল দাশ সকলেই গোয়াইনঘাট থানা, জেলা-সিলেটদের সহায়তায় (ক) ০১টি EICHER, যাহার রেজিঃ নং-সিলেট-মেট্রো-ঢ-১১-০৩৯৪, চেসিস নং-MC2C8CRC0TB560152, ও ইঞ্জিন নং-E413CDTB517975, (খ) ০১টি রেজিষ্ট্রেশনবিহীন EICHER ড্রাম ট্রাক, যাহার ইঞ্জিন নং- E413CDTJ548168, চেসিস নং- MC2C8CRC0TJ570785 (গ) ০১টি টাটা ড্রাম ট্রাক, যাহার রেজিঃ নং- সিলেট মেট্রো-ট-১১-০২৫৩, যাহার চেসিস নং ও ইঞ্জিন নং অষ্পষ্ট, যাহার প্রতিটির মূল্য অনুমান- ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা করে সর্বমোট (৭০০০০০x৩)=২১,০০০০০/-(একুশ লক্ষ) টাকা এবং প্রতিটি ড্রাম ট্রাকে লোড করা অবস্থায় থাকা ১৮০ঘনফুট বালি, প্রতি ঘনফুটের মূল্য অনুমান ৩০ টাকা করিয়া সর্বমোট (৩x৩০x১৮০)=১৬,২০০/-(ষোল হাজার দুইশত) টাকা উদ্ধারসহ আসামী ১। মোঃ জসিম উদ্দিন(২৫), পিতা-মঈন উদ্দিন, মাতা-মৃত মিনারা বেগম, স্ত্রী-রিমা বেগম, সাং-ডউডিক, মাদ্রাসার পাশে মঈন উদ্দিনের বাড়ী, ওয়ার্ড নং-০৭, নিজ বাট ইউপি, ২। আছলম উদ্দীন(৩৬), পিতা- আব্দুল মালিক, মাতা- সুফিয়া বেগম, সাং-নয়াগাতি, লুৎমহল প্রাইমারি স্কুলের পাশে, মালিকের বাড়ী, ওয়ার্ড নং-০৯, নিজবাট ইউপি, উভয় থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট’দ্বয়কে আটক করা হয়। উক্ত ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার মামলা নং-১১(১)২৬ রুজু করিয়া উক্ত আসামী’দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ সদর কোর্ট, সিলেট এ সোপর্দ করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।