শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৩

 

*সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর সাজা পরোয়ানা মূলে ০১ জন আসামী এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করিয়া ০৩(তিন)টি ট্রাক ও সর্বমোট অনুমান ৫৪০ ঘনফুট বালু উদ্ধারসহ ০২ আসামী গ্রেফতার* 

 

জনাব মোহাম্মদ মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানার দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ কবির হোসেন, এসআই(নিরস্ত্র) আনোয়ার হোসেন সঙ্গীয় এসআই(নিঃ) অমিত সিংহ ও কিলো-১০ নৈশ্য ডিউটি, সকলেই গোয়াইনঘাট থানা, সিলেট বিশেষ অভিযান পরিচালনা করিয়া জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী রুবেল, পিতা-মর্তুজ আলী, সাং-সুলতানপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এবং এসআই(নিঃ)/ অমিত সিংহ, বিপি-৯৩২০২২৬৭৪০ সঙ্গীয় ফোর্স কং/১৩৫১ তাইজুল মন্ডল এবং চেকপোষ্ট-১০ ডিউটিতে ডিউটিরত অফিসার এএসআই(সঃ) সাইফুদ্দিন কং/১৪৪৭ মোঃ মিলন মিয়া, কং/৪১৩ নাজমুল হোসেন, কং/১৪০২ দিপু সরকার, কং/৭৭৩ রাজু লাল দাশ সকলেই গোয়াইনঘাট থানা, জেলা-সিলেটদের সহায়তায় (ক) ০১টি EICHER, যাহার রেজিঃ নং-সিলেট-মেট্রো-ঢ-১১-০৩৯৪, চেসিস নং-MC2C8CRC0TB560152, ও ইঞ্জিন নং-E413CDTB517975, (খ) ০১টি রেজিষ্ট্রেশনবিহীন EICHER ড্রাম ট্রাক, যাহার ইঞ্জিন নং- E413CDTJ548168, চেসিস নং- MC2C8CRC0TJ570785 (গ) ০১টি টাটা ড্রাম ট্রাক, যাহার রেজিঃ নং- সিলেট মেট্রো-ট-১১-০২৫৩, যাহার চেসিস নং ও ইঞ্জিন নং অষ্পষ্ট, যাহার প্রতিটির মূল্য অনুমান- ৭,০০,০০০/-(সাত লক্ষ) টাকা করে সর্বমোট (৭০০০০০x৩)=২১,০০০০০/-(একুশ লক্ষ) টাকা এবং প্রতিটি ড্রাম ট্রাকে লোড করা অবস্থায় থাকা ১৮০ঘনফুট বালি, প্রতি ঘনফুটের মূল্য অনুমান ৩০ টাকা করিয়া সর্বমোট (৩x৩০x১৮০)=১৬,২০০/-(ষোল হাজার দুইশত) টাকা উদ্ধারসহ আসামী ১। মোঃ জসিম উদ্দিন(২৫), পিতা-মঈন উদ্দিন, মাতা-মৃত মিনারা বেগম, স্ত্রী-রিমা বেগম, সাং-ডউডিক, মাদ্রাসার পাশে মঈন উদ্দিনের বাড়ী, ওয়ার্ড নং-০৭, নিজ বাট ইউপি, ২। আছলম উদ্দীন(৩৬), পিতা- আব্দুল মালিক, মাতা- সুফিয়া বেগম, সাং-নয়াগাতি, লুৎমহল প্রাইমারি স্কুলের পাশে, মালিকের বাড়ী, ওয়ার্ড নং-০৯, নিজবাট ইউপি, উভয় থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট’দ্বয়কে আটক করা হয়। উক্ত ঘটনার বিষয়ে গোয়াইনঘাট থানার মামলা নং-১১(১)২৬ রুজু করিয়া উক্ত আসামী’দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ সদর কোর্ট, সিলেট এ সোপর্দ করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ