সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে গোলাপগঞ্জে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হলেন মোঃ জিন্নুর আহমদ চৌধুরী
কামাল খান :: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নুর আহমদ চৌধুরী। তিনি অবকাঠামো উন্নয়ন খাতে বেশ কিছু বরাদ্দ তিনি নিয়ে এসেছেন এবং কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে ।
এছাড়া শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, পাঠদান কার্যক্রমে নিষ্ঠা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ জিন্নুর আহমদ চৌধুরীকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,জিন্নুর আহমদ চৌধুরীর নেতৃত্বে বিদ্যালয়টি ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কামাল খান জিন্নুর আহমদ চৌধুরীর সাথে যোগাযোগ করার পরে তিনি বলেন কামাল খান কে সারা জীবন মানুষের উপকার করতে চান জিন্নুর আহমদ চৌধুরী তিনি আরো বলেন হাজার হাজার ছাত্র ঘোড়ার কারিগর হতে চান তিনি এবং মরার আগের দিন পর্যন্ত এভাবেই বেঁচে থাকতে চান মানুষের হৃদয়ের মধ্যে।
জিন্নুর আহমদ চৌধুরী বলেন আমার এরকম স্বপ্ন ছিল আমি একদিন প্রধান শিক্ষক হব আগামী দিনে নতুন কিছু চমক দেখাবেন তিনি।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে শ্রেষ্ঠদের এই তালিকা চূড়ান্ত করা হয়।