প্রচন্ড শীতে বনবিভাগের অভিযানে অবৈধ জ্বালানি কাঠসহ মিনি পি-আপ আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামায় ০৭ জানুয়ারি রোজ বুধবার রাত আনুমানিক (১২) ঘটিকার সময় লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর_রহমানের নির্দেশনার ভিত্তিতে লামা সদর রেঞ্জ কমকর্তা কবির উদ্দিন ও ডলুছড়ি রেঞ্জ অফিসার- হাবিব উল্লাহ সার্বিক তত্ত্বাবধানে লামা বন বিভাগের স্পেশাল টিমের প্রধান রনি পারভেজের নেতৃত্বে বিশেষ অভিযান।
বান্দরবানের লামায় বনজ সম্পদ রক্ষায় লামা বনবিভাগের স্পেশাল টিমের টহলকালে ১ নং গজালিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ডিসিরোড নামক স্থান থেকে অবৈধ ভাবে পরিবহনকৃত জ্বালানি কাঠসহ একটি মিনি পিকাপ আটক করা হয়। আটককৃত মিনি পি-আপ ট্রাক লট নং: (২৪৮)। পরে আটককৃত জ্বালানি কাঠ বোঝাই মিনি পিকাপটি লামা সদর রেঞ্জ অফিসে নিয়ে আসে অভিযান পরিচালনা করা স্পেশাল টিমের সংশ্লিষ্টরা।
লামা বনবিভাগের অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন লামা বনবিভাগের আওতাধীন সদর রেঞ্জ কমকর্তা কবির উদ্দিন ডলুছড়ি রেঞ্জ কমকর্তা হাবিব উল্লাহ ও স্পেশাল টিম প্রধান রনি পারভেজ সহ লতিফুর রহমানের বিশেষ দক্ষতায় এই অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান।
লামা বনবিভাগ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বন আইনে মামলার প্রক্রিয়া রয়েছে। অবৈধ বনজ সম্পদ পাচার রোধে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও লামা সদর রেঞ্জ কমকর্তা কবির উদ্দিন ডলুছড়ি রেঞ্জ কমকর্তা হাবিব উল্লাহ কঠোর নির্দেশনা ও নিয়মিত তদারকির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয় বলে জানান অভিযান পরিচালনা টিমের সংশ্লিষ্টরা।