মৌলভীবাজারে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জাতীয় মহিলা সংস্থার হলরুমে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সিলেট আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।
তিনি বলেন, অপপ্রচার রোধ ও সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবকে রুখে দিতে হবে। গুজব ছড়িয়ে কেউ যাতে সমাজে কোনপ্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য মূলধারার সাংবাদিকদের সজাগ থাকতে হবে। প্রতিটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতার সাথে তথ্য প্রকাশ করতে হবে। 
গণভোটের গুরুত্ব সম্পর্কে জেলা প্রশাসক বলেন, দেশের পরিবর্তন চাইলে সকল নাগরিকের গণভোটে অংশ নেয়া উচিত। তিনি গণভোটের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন। সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট আয়োজনে প্রশাসন সকলকে নিয়ে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উম্মুক্ত আলোচনায় গণমাধ্যমকর্মীগণ সেমিনার আয়োজনের জন্য আঞ্চলিক তথ্য অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য গণমাধ্যম সক্রিয় ভূমিকা পালন করবে৷ গণমাধ্যমকর্মীরা কাজের সুষ্ঠু পরিবেশ আর নিরাপত্তা পেলে গণভোটের বার্তা সঠিকভাবে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে পারবে। এসময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সরকারকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মূলধারার সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।
আঞ্চলিক তথ্য অফিস সিলেটের তথ্য অফিসার মোঃ আকিকুর রেজার সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন ও জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। সেমিনারে জেলার ৫০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।