শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড় 

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সিলেটে খালেদা জিয়ার শোক ব্যানার জোরপূর্বক অপসারণ, এলাকায় তোলপাড় 

 

সিলেট  সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার জোরপূর্বক অপসারণের অভিযোগ উঠেছে জেলা যুবদলের সহসভাপতি মঈনুল ইসলামের বিরুদ্ধে।

 

অভিযোগে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী এএইচএম জহিরুল হক (হিরু) দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মোট ১০টি ব্যানার স্থাপন করেন। কিন্তু গত ৪ জানুয়ারি বালুচর নতুন বাজার এলাকায় যুবদল নেতা মঈনুল ইসলাম তার নেতৃত্বে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে সঙ্গে নিয়ে একটি শোক ব্যানার জোরপূর্বক খুলে ফেলেন—এমন অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে এএইচএম জহিরুল হক (হিরু) বলেন,আমার নেত্রী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেতৃত্বের প্রতীক ও সফল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করাই যদি অপরাধ হয়, তবে তা অত্যন্ত দুঃখজনক। পরিকল্পিতভাবে আমার ব্যানার খুলে ফেলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।”

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, দেশনেত্রীর শোক ব্যানার অপসারণ একটি ন্যাক্কারজনক ও অমানবিক কাজ, যা মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি চরম অবমাননার শামিল। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মঈনুল ইসলাম পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। অভিযোগ রয়েছে, একসময় তিনি আওয়ামী লীগঘনিষ্ঠ হয়ে ৩৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা হিরণ মাহমুদ নিপুর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেন। বর্তমানে তিনি জেলা যুবদলের সহসভাপতি পদে রয়েছেন।

এএইচএম জহিরুল হক (হিরু) আরও বলেন,

“আমি নিজ উদ্যোগে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক প্রকাশের ব্যানার স্থাপন করি। কিন্তু যুবদল লেবাসধারী মঈনুল নিজে উপস্থিত থেকে তার কিশোর গ্যাংয়ের মাধ্যমে ওই শোক ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনার সঙ্গে সে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।”

তিনি অভিযোগ করে বলেন,

বিগত ৫ আগস্টের আগে মঈনুল জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপুর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিল। তার অতীত ও বর্তমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী আজ চরম আতঙ্কের মধ্যে রয়েছে। প্রশ্ন জাগে—কোন সাহসে সে গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক ব্যানার ছিঁড়ে ফেলে?”

তিনি আরও বলেন,

এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, শালীন রাজনীতি ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছিঅভিযুক্ত আওয়ামী এজেন্ট মঈনুল ইসলামের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।”এ এইচ এম জহিরুল হক (হিরু)৩৬ নং ওয়ার্ড সিলেট সিটি করপোরেশন

 


এই ক্যাটাগরির আরো সংবাদ