সিলেটের গোলাপগঞ্জে সরকারি রাস্তার উপর অবৈধভাবে নির্মাণাধীন তোরণ উচ্ছেদ করা হয়েছে।
কামাল খান :: সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীন তোরণ উচ্ছেদ করা হয়।
জানা যায়, বাংলাদেশ সরকার এর পক্ষে জেলা প্রশাসক এর খাস খতিয়ানে রেকর্ডভূক্ত ভূমিতে স্থানীয় আখলাকুল আম্বিয়া গং একটি গেট নির্মাণ শুরু করেন। সরকারি ১নং খাস খতিয়ানভূক্ত ভূমি হওয়ায় এবং রাস্তায় কোনো ধরণের স্থাপনা নির্মাণ করার সুযোগ না থাকায় অভিযান পরিচালনা করে নির্মাণাধীন গেটের দুই পাশের পিলার অপসারণ করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।এসময় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম সহায়তা করে।