শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

মাত্র ৩ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘণ্টা,চুনারুঘাটে কয়েক হাজার মানুষের ভোগান্তি

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মাত্র ৩ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘণ্টা,চুনারুঘাটে কয়েক হাজার মানুষের ভোগান্তি

 

চুনারুঘাট,(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদালতলা, পূর্ব পড়াঝার, শ্রীবল্লভপুর, দারগাও ও হরিহরপুরসহ প্রায় ৫-৭টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা একটি কাঁচা রাস্তা। অথচ সামান্য অবহেলায় এই কয়েকশ গজ রাস্তা এখন কয়েক হাজার মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, উদালতলা গ্রামের শেষ প্রান্তে পূর্ব দিকে লাগুলিয়া নদীর উপর একটি ব্রিজ এবং হরিহরপুরের এলজিডি রাস্তার শেষ প্রান্তে পশ্চিম দিকে আরেকটি ব্রিজ রয়েছে। এই দুই ব্রিজের মধ্যবর্তী দূরত্ব হেঁটে পার হতে সময় লাগে মাত্র ৩ মিনিট। কিন্তু মধ্যবর্তী সংযোগকারী রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিকল্প দীর্ঘ পথ ঘুরে বিদ্যালয়ে যেতে সময় লাগছে প্রায় ৩০ মিনিট।

বর্ষা মৌসুম এলে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। লাগুলিয়া নদীর পাশ দিয়ে হাঁটার সময় কাদা-পানিতে পিছলে শিক্ষার্থীরা বই-খাতা নিয়ে প্রায়ই ধানক্ষেতে পড়ে যায়। বৃষ্টি হলে নদীর পাড় দিয়ে চলাচল করা জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়। 

 

ব্যাহত হচ্ছে এই অঞ্চলের কৃষি কাজও। লাঙ্গুলিয়া নদীর দুই পাড়ে প্রায় ২৫০ থেকে ৩০০ একর আবাদি জমি রয়েছে। রাস্তা না থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ধান ঘরে তোলা কিংবা জমিতে সার ও প্রয়োজনীয় উপকরণ নিতে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন। এতে করে কৃষি অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

 

পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র। নির্বাচন এলে এই কর্দমাক্ত রাস্তা দিয়ে ভোটকেন্দ্রে আসতে বৃদ্ধ ও নারীসহ সাধারণ ভোটারদের চরম ভোগান্তি পোহাতে হয়।

 

এলাকার ছাত্র, কৃষক ও সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য এই রাস্তাটি সংস্কার বা পাকা করলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। স্থানীয় সরকারের কাছে তাদের আকুল আবেদন, জনস্বার্থে অতি দ্রুত এই ৩ মিনিটের সংযোগ পথটি চলাচলের উপযোগী করে দেওয়া হোক। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা

 

করছেন ভুক্তভোগী এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ