মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের
দক্ষিণ সুরমা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব এর পক্ষ থেকে দক্ষিণ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য আবু বক্কর তালুকদার প্রমূখ।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা উপজেলা প্রশাসনে আয়োজিত বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানে যোগ দেন।