ভাম্যমান প্রতিনিধি
নাম মোঃ শরিফুল ইসলাম, পিতা মোঃ নুরুল ইসলাম, মাতা মোসা ঃ জাহানারা বেগম বাড়ী রাজশাহী জেলার চারঘাট থানায় গ্রাম কাঁকড়া মারী। তিনি পরিচয় দেন উনি ইংলিশে অর্নাস মাষ্টাস। চাকরি করেন বিভিন্ন প্রাইভেট স্কুলে, এবং থাকেন সুন্নতি লেবাসে।আর এই সুন্নতি লেবাস তার প্রতারনার মুল হাতিয়ার।কারন এদেশের মানুষ টুপি দাড়িওয়ালা লোক দেখলেই ভাবে উনি মনে হয় ভালো লোক।আর এই ভাবনায় আমি ও তাকে আশ্রয় দেই, বেশ কিছু দিন ধরে উনি আমার কাছে থাকতেন।আমি তাকে খাওয়া থেকে শুরু করে দোকন বাঁকি,রুম ভাড়া ও মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে দিই।কারন হলো সে আমাকে বলে উনি নাকি আগে শরিয়ত পুর ভেদরগঞ্জ চাকরি করত।সেখানে নাকি তার বেতন আটকিয়ে আছে। সেই টাকা উঠতে কিছু টাকা লাগবে, তখন তার কথা বিশ্বাস করে একটা এনজিও থেকে তাকে ৫০,০০০ টাকা আমি নিজে জামিনদার হয়ে উঠিয়ে দেই।তারপর গত ১২, ২, ২০২৫ তারিখে বলে, গাজীপুর জেলা পুবাইল থানা, মিরের বাজার জাপানি স্কুলে চাকরি হয়েছে।এবং সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে জান। কিন্তু তার পর আর বাসায় আসেনা। তাকে ফোন দিলে উল্টা পাল্টা কথা বলে।তাই আমি নিজে ভুক্তভোগী হয়ে সবার কাছে অনুরোধ করছি, এই প্রত্যরককে দেখলে আমার এই নাম্বার এ কল দিন ০১৭০৭৩৭৫৮৪৪। এবং এই লোক থেকে সাবধানে থাকুন।