ছাতক থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত আসামীসহ গ্রেফতার ৭ জন
সেলিম মাহবুবঃ ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মামলার ৭ আসামী গ্রেফতার করা হয়েছে। থানার মামলা নং-১৫ (১২) ২০২৫ এর আসামি পৌরসভার ভাসখালা গ্রামের মৃত ইছাক আলীর পুত্র নজির আলী (৭০)-কে গ্রেফতার করা হয়েছে।
সিআর- ৬৯ /২৫ (ছাতক) মামলার আসামি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মামন্দপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র গৌছ আলী (৪৫), আব্দুল মনাফের পুত্র অলাছ মিয়া (৪০), আলাই মিয়ার পুত্র রুমান মিয়া (২৫), আব্দুল গফুরের পুত্র সুজন মিয়া (২৯), আব্দুন নুরের পুত্র মারজান (২৪) ও সালাম মিয়া (২৭)-কে গ্রেফতার করা হয়।
ছাতক থানার এসআই মোঃ সাদেক, এসআই, মোঃ শরিফুল, এস,আই ইব্রাহিম মিয়া, এএসআই সাহাব উদ্দিন, এএসআই নাছির, এএসআই সাইফুর, এএসআই তোহা, এএসআই বিশ্বজিত রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের-কে গ্রেফতার করেছেন।
ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ আসামী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
##