বন্ধন ক্লাব গোলাপগঞ্জর উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ ইং আয়োজন করা হয়েছে
স্টাফ রিপোর্টার:: উক্ত অনুষ্ঠানে,*প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ শাহ্ আলম(অতিরিক্ত পুলিশ সুপার,গোলাপগঞ্জ সার্কেল।।
*বিশেষ অতিথিঃ জনাব দেওয়ান নাজমুল আলম(শিক্ষা অফিসার,গোলাপগঞ্জ,সিলেট।।সভাপতিত্ব করেনঃ এম. মাজহারুল ইসলাম হাসান।।আজ ৬-১২-২৫ ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্টিত হয়।এতে আমার জ্যাষ্ট কন্যা “Sushmita Debnath Pragya” গোলাপগঞ্জ উপজেলার মধ্যে Talentphul Scholarship এ মেধা তালিকায় সম্মানের সহিত ২য় স্থান অর্জন করেছে।। আমি ও তার মা আমরা পরিবারের পক্ষ থেকে ফেইসবুক বন্ধু,আত্মীয়-স্বজন,শুভাকাঙ্কী,গুনাগ্রাহী সহ আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল এবং বন্ধন ক্লাব গোলাপগঞ্জ এর সম্মানিত সভাপতি ও কমিটির সকল নেতৃবৃন্দ এবং এম.সি.একাডেমি গোলাপগঞ্জের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীর অভিবাবকবৃন্দ সহ সকলের প্রতি
আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমার মেয়ে যাতে ভবিষ্যতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সকলে আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।