সিলেটে কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে চোরাই মরটসাইকেল সহ গ্রে ফ তা র ২
কামাল খান:: সিলেটে চোরাই মোটর সাইকেল সহ ১ জনকে গ্রে ফ তা র করা হয়। সোমবার (১২ জানুয়ারি) নগরীর কোতোয়ালী মডেল থানার পুলিশের অভিযানে লাভলী রোডস্থ আবাসিক এলাকায় প্রবেশ মুখে ২ জনকে আটক করা হয়। গ্রে ফ তা র কৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মিরদারপাড়া (জাহাঙ্গীরনগর) গ্রামের মৃত আব্দুল মান্নান ছেলে নুরুল আমিন প্রকাশ সেলিম (৪০), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের মোঃ সোহেল মিয়া ছেলে
কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ৬ লাখ টাকা দামের ১টি মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধারসহ ০২ জন গ্রেফতার মোঃ জাবেদ আহমদ (৩৩)। আটককৃত ব্যাক্তি কাছ থেকে চোরাই মোটর সাইকেল সহ চুরির সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় লাভলী রোডস্থ আবাসিক এলাকায় প্রবেশ মুখে অভিযান চালিয়ে
পলাতক আসামী নুরুল আমিন প্রকাশ সেলিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) ধারা-৯(১) কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩১/২৪ পলাতক রয়েছেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ জাবেদ আহমদ (৩৩) এর নিজ হাতে বের করে দেওয়া মতে নগদ ৬,১৮,০০০/- (ছয় লক্ষ আঠার হাজার) টাকা, (ii) ০১টি স্লাই রেঞ্চ, (iii) দুই অংশ বিশিষ্ট ০১টি লোহার স্ক্রু বার যন্ত্র ও (iv) ০১টি রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের সুজুকি জিকসার মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে উভয়কে নতুন পেনান কোড ১৮৬০ এর ৪১১ ধারায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৩/২৬ দেকিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin