ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সিলেট বুলেটিন ডেস্ক::: ভোলায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থা। সংগঠনটির উদ্যোগে ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট এলাকায় অবস্থিত গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার কার্যালয়ে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল ওয়াদুদ মাসুম। কম্বল হাতে পেয়ে অনেকের মধ্যে আনন্দ এবং সন্তুষ্টির অনুভূতি প্রকাশ পেয়েছে।শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অসহায় মানুষের কষ্ট লাঘবে গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin