গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮
সিলেটের গোয়াইনঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১৪ জানুয়ারি) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) ফারুকূল ইসলাম, এসআই (নিরস্ত্র) কাজী আশরাফুল হক, এসআই (নিঃ) তানজিল আকন্দ, এএসআই (নিঃ) মোঃ দিন ইসলামসহ অন্যান্য সদস্যরা।
অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন—আলিফ জান (৪৭), স্বামী আলী আকবর, রইছ মিয়া ও মতিন মিয়া (উভয় পিতা বাবুল্যা) এবং মোঃ কামাল মিয়া পিতা: মৃত ফরিদ মিয়া। তারা সকলেই গোয়াইনঘাট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এছাড়া নিয়মিত মামলায় আরও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. ইব্রাহীম ফকির (৩৪), তার স্ত্রী মোছা. মোর্শেদা খানম (৩৪), মারজিয়া (৩৬) ও রহিমা বেগম ওরফে ফাতেমা (৬০)। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ সংক্রান্ত গোয়াইনঘাট থানার মামলা দায়ের রয়েছে, যা সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর তামাবিল বিওপি কর্তৃক রুজু করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin