শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

শাকসু নির্বাচন ঘিরে রাতভর আন্দোলন, আলোচনার পর ভোরে সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

শাকসু নির্বাচন ঘিরে রাতভর আন্দোলন, আলোচনার পর ভোরে সিদ্ধান্ত

 

হোসাইন ইকবাল শাবিপ্রবি প্রতিনিধি:  বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন কে কেন্দ্র করে উত্তল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হলেও শুধুমাত্র জাতীয় নির্বাচনের ইস্যুতে শাকসু নির্বাচন স্থগিত মানতে পারছে না আন্দোলনরত শিক্ষার্থীরা। 

 

জাতীয় নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন স্থগিত সংক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রাতভর আন্দোলন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার ভোরে শিক্ষার্থী, শাকসু নির্বাচন কমিশন ও প্রশাসনের মধ্যে একটি সিদ্ধান্তে পৌঁছানো হয়।

 

সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না—সে বিষয়ে স্পষ্ট ‘হ্যাঁ’ অথবা ‘না’ জানাতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এর আগে সোমবার রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়লে শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়, যা রাতভর চলতে থাকে।

 

আন্দোলনের অংশ হিসেবে ছাত্রদল ভিসি ভবন ও গোলচত্বরে এবং ছাত্রশিবির শাকসু নির্বাচন কার্যালয়ের সামনে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় ক্যাম্পাসজুড়ে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিবেশ।বিক্ষোভ চলাকালে বিজয় ২৪ হলের এক ভিপি প্রার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি অজ্ঞান হয়ে গেলে সহপাঠীরা তাকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন।

 

মধ্যরাতে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন শাকসু নির্বাচন কমিশনের সদস্যরা। তারা দীর্ঘ সময় ধরে পরিস্থিতি শান্ত করতে ও প্রজ্ঞাপনসংক্রান্ত জটিলতা ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা এতে সন্তুষ্ট না হওয়ায় বিষয়টি প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম কে অবহিত করা হয়।এরপর প্রো-ভিসি বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমে শাকসু নির্বাচন কমিশনের সঙ্গে এবং পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় প্রো-ভিসি বলেন, ভিসি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং প্রজ্ঞাপনটি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে। ভিসি ক্যাম্পাসে ফিরলে বিষয়টি নিয়ে আপিল করা হবে এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তবে শিক্ষার্থীরা এ বক্তব্যে সন্তুষ্ট হননি। তারা এক দফা দাবি তুলে ধরে বলেন—আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। এক পর্যায়ে প্রধান নির্বাচন কমিশনার ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ প্রো-ভিসির উদ্দেশে বলেন, জরুরি প্রয়োজনে ভিসির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ তিনি আগেই দিয়ে গেছেন। তিনি অনুরোধ জানান, যেন এখনই ভিসিকে ফোন করে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে নির্বাচন কমিশনে গিয়ে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরাও এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

 

পরিস্থিতির চাপে প্রো-ভিসি ভিসিকে ফোন করে শিক্ষার্থীদের অবস্থান ও দাবির কথা জানান। জবাবে ভিসি অধ্যাপক ড. এ.এম সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে তার পূর্বনির্ধারিত বৈঠক রয়েছে। বৈঠক শেষে বিকাল ২টার পর তিনি নির্বাচন কমিশনে যেতে পারবেন।

 

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিকাল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনকে জানাতে হবে—আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ