নেতা নয়, সেবক হতে চান-বিছানাকান্দি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান মো. গোলাম হোসেন
সুযোগ পেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম হোসেন। মানুষের সেবা ও এলাকার উন্নয়নই তার রাজনীতিতে আগ্রহের মূল প্রেরণা বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মো. গোলাম হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই বিশ্বাস থেকেই মানুষের কল্যাণে কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তিনি বলেন, শুধু নেতৃত্বে থাকলেই দায়িত্ব শেষ হয় না। জনগণের পাশে থেকে, প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে কাজ করতে পারলেই প্রকৃত সাফল্য আসে। নিজের কর্মজীবনের পাশাপাশি জন্মভূমির মানুষের জন্য কিছু করতে পারলে সেটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
সমাজসেবক মো. গোলাম হোসেন আরও বলেন, “মানুষের জন্য কাজ করতে পারলেই আমার ভালো লাগে। সমাজে ভালো কাজ করা মানুষদের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষকে বুকে টেনে নেওয়াই আমার লক্ষ্য। জন্মমাটির উন্নয়নকে আমি থামিয়ে রাখতে চাই না, বরং আরও এগিয়ে নিতে চাই।
তিনি দাবি করেন, ১৩ নং বিছানাকান্দি ইউনিয়ন এখনো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন থেকে বঞ্চিত। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার বেহাল দশা এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ সময় তিনি বলেন, “আমি গোয়াইনঘাট উপজেলারই একজন সন্তান। আমাকে আপনাদের সন্তান মনে করে নির্দ্বিধায় আদেশ-নির্দেশ ও উপদেশ দেবেন। ব্যক্তিগত কোনো চাওয়া আমার নেই। আমি শুধু আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।
চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে তিনি বলেন, “আমি নেতা হতে চাই না, মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের উন্নয়ন বঞ্চনা দূর করার পরিকল্পনা নিয়েই আমি প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে মূল্যায়ন করবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin