ক্রীড়ায় শৃঙ্খলা ও নেতৃত্বের গুরুত্ব তুলে ধরলেন কমিশনার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: ময়মনসিংহে ৬ষ্ঠ আন্তঃকলেজ উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আজ আমরা যে অবস্থানে এসে দাঁড়িয়েছি, তার পেছনে খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। আমাদের সময় ইন্টারনেট ছিল না, টেলিভিশনের ব্যবহার ছিল খুবই সীমিত, রেডিওই ছিল যোগাযোগ ও বিনোদনের প্রধান মাধ্যম। সে সময় আমরা বেশিরভাগ সময় খেলাধুলায় মেতে থাকতাম, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতাম এবং নিজেরাই বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতাম। তখন বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল খুবই সীমিত। সে তুলনায় তোমরা অনেক সৌভাগ্যবান, কারণ এমন একটি সুন্দর ও বড় আয়োজনের মাধ্যমে খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছ।
বিভাগীয় কমিশনার বলেন, এই ক্রীড়া অনুষ্ঠান শুধুমাত্র আনন্দের জন্য নয়, এর মাধ্যমে আমরা শৃঙ্খলা শিখি, প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলি এবং একে অপরের সঙ্গে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে শিখি। দলীয় খেলাধুলার মাধ্যমে দল গঠনের গুরুত্ব বোঝা যায়। একটি দলে যখন একজন দক্ষ নেতা থাকে এবং দলের সবাই সেই নেতৃত্ব অনুসরণ করে, তখন বিজয় অর্জন সহজ হয়। একইভাবে রাষ্ট্র পরিচালনায়ও সঠিক নেতৃত্ব ও তা অনুসরণের মাধ্যমে একটি দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে।
বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করি তোমরা খেলাধুলায় ভালো করবে, অন্যান্য সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকবে এবং পড়ালেখায় মনোযোগী হবে। নিজেকে বাংলাদেশের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, যেন ভবিষ্যতে দেশ সৎ, দেশপ্রেমিক ও চিন্তাশীল নাগরিক পায়। তোমাদের হাত ধরেই একদিন আমরা একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রুপ নিতে দেখব।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin