মঙ্গল ও বুধবার সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ
আগামী মঙ্গল ও বুধবার (যথাক্রমে ১৩ ও ১৪ জানুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।রবিবার (১১ জানুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের কমিশনার এক গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহজালাল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ স্নাতক (সম্মাণ/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা উপলক্ষে এই নিষেধাজ্ঞা।গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাবি ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে নগরীর আম্বরখানা হাউজিং এস্টেটের আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, মীরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে।এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে এই গণবিজ্ঞপ্তিতে।
এ অবস্থায় পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব থেকে শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত এসব কেন্দ্রের অন্তত ২০০ গজের মধ্যে কোনো ধরনের মিছিল সভা সমাবেশ উচ্চ স্বরে শব্দ, চিৎকার চেঁচামেচি, গান-বাজনা, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড-স্পিকার বা শব্দ উৎপাদনকারী অন্য কোনো যন্ত্র বহন ও ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক বা অন্য যেকোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন ও ব্যবহার, ছোরা, লাঠি বা কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin