সুনামগঞ্জে হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ন্যায় হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের রায়পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক ও নেতারা লাল পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোটেল,রেস্তোঁরা সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মুজরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক সুরঞ্জিত দসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু,সাধারন সম্পাদক সাইফুল আলম ছদরুল,সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক লিলু মিয়া,সদস্য লিটন দাস,জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে হোটেল রেস্তোঁরা সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সভা সমাবেশ করে স্মারকলিপি প্রদানের মাধ্যমে দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষগণ তা আমলে নিচ্ছেন না। তারা বলেন,বাজারে দ্রব্যমূল্যের উধর্বগতি,মূল্যস্ফীতির কারণে শ্রমিক তথা মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে। ফলে এই সমস্ত শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে অনাহার অর্ধাহারে দিনাতিপাত করে আসছে। তাই শ্রমিকরা বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আগামী ১৪ই ডিসেম্বর কর্মবিরতির ডাক দিয়েছেন। ঐদিন সকল হোটেলে রেস্তোঁরার শ্রমিক ভাইয়ের কর্মবিরতিতে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin