শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন  বাংলাদেশী এনামুল

স্টাফ রিপোর্টার / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হলেন  বাংলাদেশী এনামুল

 

ডেক্স রিপোর্ট ::সমাজের বাস্তব চিত্র তোলে ধরা যাদের পেশা বা নেশা তারা যেন নিজের অজান্তেও সে কাজটুকু করে বেড়ায়। জাগ্রত বিবেক তাকে কখনোই দূরে রাখতে পারে না তার পেশাদারিত্ব থেকে এমনই এক সংবাদ কর্মী বাংলাদেশি এনামুল আলম। যিনি গৌরবের স্বাক্ষর রেখেছেন যুক্তরাজ্যে। এনামুল মূলত একজন যুক্তরাজ্য প্রবাসী। তার বাড়ি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। 

 

সে উপজেলার গরমচালি ইউপির সংক্রান্ত পরিবারের সন্তান তিনি। দেশে থাকা অবস্থায় নিজ এলাকায় পরিচিতি ছিল সংবাদকর্মী হিসেবে। সেখান থেকে জীবন জীবিকার তাগিদে যুক্তরাজ্য গেলেও কমিউনিটির লোকজন তাকে সংবাদ কর্মী হিসেবে মূল্যায়ন করে। তাই তিনি সেখানে মূল কাজের পাশাপাশি সংবাদ সংগ্রহের কাজটি শুরু করেন। একটা পর্যায়ে তার সংবাদ গুলো পাঠক প্রিয়তা পায়।

 

সর্বশেষ সদ্য যুক্তরাজ্যপ্রবাসী সাংবাদিক এনামুল আলম লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হন।  তিনি বর্তমানে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার ইউকের স্কানথর্প ও হাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার চলতি বছরের শুরুতে (১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি প্রেসক্লাবের এ সদস্যপদ লাভ করেন।লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্যপদ পেতে হলে যুক্তরাজ্যে সাংবাদিকতা কার্যক্রমের প্রমাণ হিসেবে সর্বশেষ করা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পাঠক সমাজে গ্রহণযোগ্য প্রকাশিত প্রতিবেদন জমা দিতে হয়।

এনামুল তার করা সর্বশেষ পাঁচটি এরকম প্রতিবেদন উপস্থাপন করেছেন। বিচারক মন্ডলী যাচাই-বাছাই শেষে তার সাংবাদিকতার মান, পেশাদারিত্ব ও ধারাবাহিকতার বিবেচনায় তাকে সদস্যপদ প্রদান করা হয়।

দেশে থাকার সময় তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক সীমান্তের ডাক এবং সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েস-ও সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধিত্ব করেন।

সদস্যপদ লাভের পর এক প্রতিক্রিয়ায় এনামুল আলম বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটি আমার সাংবাদিকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।  সকলের দোয়া ও ভালো

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ