আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নজরদারী :: সিলেটের শপিং ব্যাগে মিললো দেশীয় ওয়ান শুটার পাইপ গান ওপাঁচটি পেট্রোল বোমা
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:: ঢাকা–সিলেট মহাসড়কের লালারগাঁও এলাকায় যাত্রী ছাউনির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব-৯। অস্ত্র উদ্ধারের অভিযানের অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল পুলিশকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সিলেট নগরের দক্ষিণ সুরমা থানার ৯ নম্বর ওয়ার্ডের লালারগাঁও ১ নম্বর সড়কের অটোবি কারখানার আশপাশ এলাকায় অস্ত্র ও বোমা পাওয়ার সম্ভাবনার খবর পায়। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক-সংলগ্ন যাত্রী ছাউনি ও আশপাশে ব্যাপক তল্লাশি চালায় এবং ছাউনির বসার জায়গার নিচে রাখা একটি সাদা শপিং ব্যাগের ভেতর থেকে পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করে।
র্যাব বলছে, অস্ত্র ও বোমার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উদ্ধারকৃত পাইপগান ও পেট্রোল বোমা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে র্যাবের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় র্যাব-৯ জানিয়েছে, তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত পাইপগান ও পাঁচটি পেট্রোল বোমা সাধারণ ডায়েরির মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব । এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় থানায় জিডি করা হয়েছে। এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া ( ডিসি) সাইফুল ইসলাম। এদিকে, গত বছরের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত র্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৩৩টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গুলি, ৪ হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, ৫০টি এয়ারগান ও বিপুল এয়ারগানের গুলি উদ্ধার করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তারা নিশ্চিত করেছে র্যাব-৯-এর।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin