রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের যৌথ অভিযানে গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার :: গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নস্হ আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অস্ত্র তৈরি করার সংবাদের ভিত্তিতে এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় মনিরুল ইসলাম ভুঁইয়া, অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অংশগ্রহণে এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম, এএসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, এএসআই(নিঃ) মিলন বড়ুয়া, এএসআই(নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ০৫ ই জানুয়ারী সকাল ০৬.৩০ ঘটিকার সময় রামু থানাধীন ঈদগড় ইউপিস্থ আবু আহম্মদ গুনা ফাতেমা ছড়া নামক গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে ১) ২টি তাজা রাইফেলের গুলি, ২) ০৪টি শর্টগানের খালি খোসা, ৩) ২টি বন্দুকের বাট, ৪) ০৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৫) ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহারের পাইপ, ৬) ০৩টি বন্দুক তৈরির যোগান, ৭) ০১টি হাওয়ার মেশিন, ৮) ০২টি বাটাল, ৯) ০৫টি আড়ি বেøড ও ০১টি আড়ি বেøডের ফ্রেম, ১০) ০১টি করাত, ১১) ০১টি হাতুড়ি, ১২) ০১টি প্লাস, ১৩) ০৭টি ছোট বড় রেথ, ১৪) ০১টি শান দেওয়ার মেশিন, ১৫) ০১টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সাজ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি ০৫/০১/২০২৬খ্রিঃ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের সনাক্তকরণ সহ গ্রেফতারের নিমিত্তে অভিযান পরিচালনা অব্যাহত আছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে গ্রেফতারকৃত কোন আসামী পাওয়া যায়নি।
উদ্ধারকৃত আলামত: ১) ২টি তাজা রাইফেলের গুলি, ২) ০৪টি শর্টগানের খালি খোসা, ৩) ২টি বন্দুকের বাট, ৪) ০৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৫) ০৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহারের পাইপ, ৬) ০৩টি বন্দুক তৈরির যোগান, ৭) ০১টি হাওয়ার মেশিন, ৮) ০২টি বাটাল, ৯) ০৫টি আড়ি বেøড ও ০১টি আড়ি বেøডের ফ্রেম, ১০) ০১টি করাত, ১১) ০১টি হাতুড়ি, ১২) ০১টি প্লাস, ১৩) ০৭টি ছোট বড় রেথ, ১৪) ০১টি শান দেওয়ার মেশিন, ১৫) ০১টি বানান নালী সহ অসংখ্য অস্ত্র তৈরির সাজ সরঞ্জামাদি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin