বাগেরহাট রামপালে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আরিফ হাসান গজনবী রামপাল( বাগেরহাট) ::বাগেরহাট রামপালে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ই (জানুয়ারি)সোমবার বিকালে রামপাল উপজেলা পরিষদ মাঠে উপজেলা বিএনপি’র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত-এ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার ও মোঃ মাসুদুর রহমান পিয়াল, মোঃমোস্তফা কামাল পাটোয়ারী,কাজী জাহিদুল ইসলাম,মোঃ ফিরোজ কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবনেতা মোঃ শাহাজালাল গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin