গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন এজাহারের ১১ আসামি গ্রেফতার
*সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ০৩জন, জিআর সাজা পরোয়ানা মূলে ০১জন, সিআর সাজা পরোয়ানা মূলে ০১জন, জিআর পরোয়ানা মূলে ০২জন, সিআর পরোয়ানা মূলে ০১জন এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্ত ০৩জন আসামীসহ সর্বমোট ১১জন আসামী গ্রেফতার*
জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানার দিক-নির্দেশনায় এসআই(নিরস্ত্র) তানজিল আকন্দ সঙ্গীয় ফোর্সসহ গোয়াইনঘাট থানার মামলা নং-২৬(১২)২৫ এর ০৫নং এজাহার নামীয় আসামী খোকন মিয়া(৫৫) ও ০৬নং এজাহার নামীয় আসামী লিটন মিয়া(৪৮), উভয় পিতা-মৃত আব্দুস শহীদ, সাং-মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, এসআই(নিঃ) মো: মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ সিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী কাওছার আহমদ, পিতা-হোসেন আহমদ, মাতা-নেওয়ারুন নেছা, সাং-আটলীহাই, পো: লাফনাউট, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, এসআই(নিঃ) আব্দুল হান্নান সঙ্গীয় এএসআই(নিঃ) মোবারক হোসেন ও ফোর্সসহ গোয়াইনঘাট থানার মামলা নং-৩(১)২৬ এর এজাহার নামীয় আসামী মোঃ রাজু মিয়া(৩০), পিতা-মোঃ লাফু মিয়া, সাং-শিবপাশা, পোষ্ট অফিস-শিবপাশা-৩৩৬০, থানা-আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জসহ জিআর পরোয়ানা ভূক্ত আসামী ১ । মোঃ মাসুদ রানা মাসুক(২৪), পিতা-মৃতঃ ফরিদ মিয়া, সাং-নলজুড়ী (পশ্চিম পাড়া) ও ২। মোঃ আব্দুর রহিম, পিতা-মৃত মো: সফিক মিয়া, সাং-মুজিবনগর, উভয় থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, এসআই(নিঃ) রুবেল দাস সঙ্গীয় ফোর্সসহ সিআর পরোয়ানা ভূক্ত আসামী সাদেক আহমদ, পিতা-মোহাম্মদ আলী, সাং-গুরুকচি, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, এএসআই(নিঃ) মোহাম্মদ সারোয়ার সঙ্গীয় ফোর্সসহ জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামী সফর আলী, পিতা-মৃত খোরশেদ আলী, সাং-মিত্রিমহল (লাখেরপাড়), থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এবং অবৈধ বালু উত্তোলনের দায়ের ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী ১। সেলিম মিয়া(২৮), পিতা-আবদাই মিয়া, কদমতলী, দিরাই, সুনামগঞ্জ, ২। মো: হারুন উর রশিদ(২৬), পিতা-বাবুল মিয়া, সাং-মোহাম্মদপুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট ও ৩। মো: সাবেল (৩২), পিতা-সুরুজ মিয়া, সাং-চলিয়া এয়ারপোর্ট সদর, সিলেটসহ সর্বমোট ১১জন আসামীকে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ সদর কোর্ট, সিলেট এ সোপর্দ করার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।