শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

জাফলং সীমান্তে থেমে নেই লালামাটি এলাকায় মান্নান মেম্বার সিন্ডিকেটের চোরাচালান ব্যবসা

স্টাফ রিপোর্টার / ৬৩ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

জাফলং সীমান্তে থেমে নেই লালামাটি এলাকায় মান্নান মেম্বার সিন্ডিকেটের চোরাচালান ব্যবসা

 

বিশেষ প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লালামাটি এলাকায় প্রশাসনের নজরদারি ও আলোচিত অভিযোগের পরও থামছে না চোরাচালান কার্যক্রম। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মান্নান মেম্বারের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এই এলাকায় চোরাচালান ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে।

 

সূত্র জানায়, ভারত সীমান্ত ঘেঁষা লালামাটি এলাকা ব্যবহার করে নিয়মিতভাবে কম্বল, কসমেটিকস, চিনি, জিরা, কাপড়সহ বিভিন্ন অবৈধ পণ্য রাতের আঁধারে দেশে আনা হচ্ছে। এসব পণ্য স্থানীয় কিছু দোকান ও গুদামে মজুদ করে পরে বাজারজাত করা হয়। অভিযোগ রয়েছে, এই পুরো কার্যক্রমের নেপথ্যে রয়েছে মান্নান মেম্বার সিন্ডিকেট।

 

রাতের আঁধারে সীমান্ত ভেঙে কম্বল আনা: জাফলং লালমাটির ভাইরাল প্রশ্নের মুখে মান্নান মেম্বার

 

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার চোরাচালানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে। অনেকেই অভিযোগ করেন, প্রভাবশালী হওয়ার কারণে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

 

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অভিযান বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 

এলাকাবাসীর দাবি, সীমান্ত এলাকায় স্থায়ীভাবে নজরদারি জোরদার করা এবং অভিযুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া না হলে চোরাচালান আরও ভয়াবহ রূপ নেবে।

আগামী পর্বে–মান্নান মেম্বার ও তার ভাই লোকমানের চোরাচালানের রমরমা ব্যবসা

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ