উপদেষ্টার আপত্তিকর স্ট্যাটাসে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কট
ডেস্ক নিউজ :: নিজের ফেসবুক পেইজে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছেন। এই স্ট্যাটাসের প্রতিবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্বরত সাংবাদিকরা আজকের ম্যাচ বয়কট করেন।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ফাহিম আল চৌধুরীর ভেরিফাইড পেইজে একটি স্ট্যাটাস পোস্ট করেন যেখানে ফাহিম আল চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে লেখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দু’মুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না! নেগেটিভ ভিউ হোক আর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে! ☺️’
ফাহিম চৌধুরীর এই স্ট্যাটাসের প্রতিবাদে সাংবাদিকরা সিলেট টাইটান্সের আজকের ম্যাচ বয়কট করেন। এসময় তারা বলেন, ‘ফাহিম চৌধুরীর এমন স্ট্যাটাস দৃষ্টিকটু। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে সকলের কাছে ক্ষমা চাইতে হবে, এবং ফেসবুক পেইজ থেকে স্ট্যাটাস মুছে ফেলতে হবে। যদি তিনি ২৪ ঘন্টার ভেতর ক্ষমা না চান তাহলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ বয়কট করা হবে।
ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ্ আজিম, ফাহিম চৌধুরীর আপত্তিকর পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার ফেসবুক পেইজে লেখেন- সিলেট টাইটান্স উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের জেরে সিলেটের আজকের সকল বিপিএল ম্যাচ, প্র্যাকটিস, সংবাদ সম্মেলন বয়কটের সিদ্ধান্ত সাংবাদিকদের। ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিপিএলে সিলেট টাইটান্সের সকল ম্যাচ, প্র্যাকটিস, প্রেস কনফারেন্স বয়কটের সিদ্ধান্ত।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin