সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদল ও ছাদিরপুর নামক স্থানে একটি যাত্রীবাহি সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সিলেটের লামাকাজী থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি দিরাই উপজেলায় যাওয়ার পথে ছাদিরপুর ও বদলপুর নামক স্থানে বিকেল সাড়ে ৪টায় সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে এই র্দূঘটনাটি ঘটে।
র্দূঘটনায় আহতরা হলেন সামছুল ইসলাম(৪০)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের মৃত নজীর আহমদের ছেলে,রেহেনা বেগম(৪২),তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতমা নগর গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী,রাবেয়া বেগম(৮০),তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের স্ত্রী। গুরুতর আহত চালক ও এক যাত্রীর পরিচয় জানা না গেলেও চালক এবং এক যাত্রীর অবস্থা গুরুতর। তবে চালকসহ সকল আহত যাত্রীদের তাৎক্ষনিক স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) এনামুল হক চৌধুরী জানান,তিনি মাত্র ঘটনাটি শুনেছেন এবং তদন্ত করে দেখা হবে র্দূঘটনার মূল কারনটি। ##
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin