বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর মৃত্যু দেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন আপসহীন রাজনীতিককে হারালো।
প্রেসক্লাব নেতৃবৃন্দ, বেগম খালেদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin