সিলেটে জঙ্গলে ঠিকানা পাইপগানের! র্যাব-৯ এর অভিযানে পাইপ গান উদ্ধার
এমদাদুর রহমান চৌধুরী জিয়া : সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে র্যাব। এতে বুঝতে বর বাকি নেই দুর্বৃত্তদের অস্ত্র রাখার স্থান এখন নার্সারি ও নীরব জঙ্গল। তবে পাঠদান তোর হেঁটে হেঁটে আসে না। নিশ্চয়ই এর একটা সূত্র আছে। সূত্রের তথ্য অনুযায়ী র্যাব-৯ যেহেতু পাইপ গান উদ্ধার করেছে । কিন্তু আমরা আশা করি জড়িতদের ও সন্ধান পাওয়া যাবে। তবে র্যাব-৯আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যে কাজ করছে এটা আর বলার বাকি থাকে না।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন দক্ষিণ রায়গড় এলাকার আলী নার্সারীর পূর্ব পাশের জঙ্গল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
র্যাব জানায়, উদ্ধার করা পাইপগানটি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
র্যাব-৯ সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তারা বিভিন্ন ধরনের দেশীয় ও বিদেশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অবৈধ সামগ্রী উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ৩২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৪টি, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২৭টি এয়ারগান। এসব অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।
গেল কয়েক দিন আগে র্যাব একটি ইট ভাটার ভেতর থেকে আরেকটি পাঠদান উদ্ধার করেছে । ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে বিস্ফোরক সরঞ্জাম। এতে কি মনে হচ্ছে? গোলাপগঞ্জ ঘিরে কেউ কি নাশকতার ছক আকছে না কি নির্বাচন উপলক্ষে মিনি ক্যাডাররা পাইপ গান লেনদেন করছে ?
যা আইনশৃঙ্খলা বাহিনীর চৌকস টিমের নেটওয়ার্কের জালে ধরা পড়েছে এমন প্রশ্ন এখন সচেতন মহলে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin